কেন মেসেজ আসে কিন্তু সেল হয় না — এই সমস্যার আসল কারণ কী

আপনি যদি অনলাইন ব্যবসা করেন, তাহলে হয়তো একটা সমস্যা প্রতিদিন ফেস করেন…

মেসেজ আসে ঠিকই, কিন্তু অর্ডার আসে না।

সকাল থেকে রাত—মেসেজ রিপ্লাই দিয়ে যাচ্ছেন, কেউ দাম জিজ্ঞাসা করছে, কেউ বলছে ‘ভেবে দেখবো’,

তবুও দিনের শেষে হয়ত ১টা অর্ডার, অথবা কিছুই না।

অনেকেই ভাবেন: এইটা হয়তো আমার প্রোডাক্টের সমস্যা, অথবা হয়তো কাস্টমার সেলাস না।

কিন্তু আসল সমস্যা অনেক সময় আপনার সিস্টেমে।

চিন্তা করে দেখেন—আপনি শুধু একটা মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছেন,

লোকজন আসে, দাম জিজ্ঞাসা করে চলে যায়।

এই জায়গায় আপনি ধরতে পারছেন না—

কে আগ্রহী ছিল?

কে প্রোডাক্ট দেখেছে কিন্তু নেয়নি?

কে বারবার দেখছে, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে না?

মানে আপনি শুধু মেসেজ পাচ্ছেন—but you’re not collecting data.

আর তাই আপনি প্রতিবার নতুন করে শুরু করছেন।

একজন যায়, আরেকজন আসে—কিন্তু আপনি তাদের আচরণ জানেন না।

ফলে আপনি কখনোই বুঝতে পারছেন না—

“মানুষ কেন কিনছে না?”

এইটাই আসল সমস্যা—

👉 আপনার হাতে ডেটা নাই,

👉 আপনার হাতে কাস্টমার বডি-ল্যাঙ্গুয়েজ নাই,

👉 আপনার কাছে শুধু প্রশ্ন, উত্তর নাই।

আর এই সমস্যার নামই হচ্ছে:

“Blind Campaigning” — যেখানে আপনি বার বার টাকা খরচ করছেন, কিন্তু একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন।

আপনি এখনো হইতো ফেসবুক পিক্সেল ব্যবহার করছেন না অথবা আপনি জানেনই না ফেসবুক পিক্সেল কি ?
 
ধরেন, আপনি প্রতিদিন ১০০ জনের মেসেজের উত্তর দিচ্ছেন।
 
একজন বলছে, “দাম কতো ভাই?” আরেকজন: “স্টক আছে?” তারপর ৯৯ জন গায়েব হয়ে যাচ্ছে
হয়তো ১ জন অর্ডার দিলো, নয়তো তাও না।
 
এই দৌড়ঝাঁপ আর প্যারা থেকে মুক্তি চান? তাহলে আপনাকে জানতে হবে – ফেসবুক পিক্সেল কী, আর এটা ব্যবসার গেমটাই কিভাবে বদলে দিতে পারে।
 
আচ্ছা ফেসবুক পিক্সেল কি করে এইটা জেনে নি
 
পিক্সেল এমন একটা টুল, যেটা আপনার ওয়েবসাইটে ভিজিট করা প্রতিটা মানুষকে ট্র্যাক করে:
 
কে ভিজিট করলো
কে প্রোডাক্ট দেখলো
কে Ad to Cart দিলো
কে কিনতে এসে বাদ দিলো
কে কিনলো
 
এক কথায়, ওয়েবসাইটের আসা সকল ভিজিটরদের সকল একটিভিটি ট্রাক করে ।
 
আচ্ছা এখন আসুন মেসেজ ক্যাম্পেইনের সমস্যাটা কোথায় ?
 
চলেন একটা উদাহরণে দেখা যাক:
 
Campaign 1: মেসেজ ক্যাম্পেইন
বাজেট: $100
রেজাল্ট: 1000 মেসেজ
60-70 অর্ডার
 
Campaign 2: পার্সেস ক্যাম্পেইন ( পিক্সেল এর মাধ্যমে ডাটা ট্রাক করা হচ্ছে )
বাজেট: $100
রেজাল্ট: 3,000+ প্রোডাক্ট ভিজিট
100+ Ad to Cart
60-70 অর্ডার
 
তাহলে প্রশ্ন হইলো : অর্ডার তো দুই জায়গাতেই সমান — তবুও পিক্সেল কেনো এত গুরুত্বপূর্ণ?
 
এখানেই তো খেলা দাদু
 
মেসেজ ক্যাম্পিং থেকে আপনি কোন ডাটা পরবর্তী ক্যাম্পিং এ ব্যবহার করতে পারবেন না
অর্থাৎ এই ডাটা গুলোর কন্ট্রোল আপনার কাছে নাই
অন্য দিকে ওয়েবসাইটে পিক্সেল থেকে যে ডাটা পেয়েছেন সেটা ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন।
 
যেমন ,
১.Ad to Cart করা মানুষদের জন্য আপনি একটা ডিসকাউন্ট অফার দিয়ে আবার টার্গেট করতে পারেন
 
২.যাদের ইন্টারেস্ট ছিল, কিনেনি — তাদের জন্য রিমার্কেটিং চালাতে পারেন
 
৩.যারা অর্ডার করেছে, তাদের দিয়ে Lookalike Audience বানিয়ে তাদের মত কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবেন
 
অর্থাৎ এই ডাটা গুলোর কন্ট্রোল আপনার কাছে আছে ।
 
ফেইসবুকে টাকা খরচ করবেন আপনি আর ডাটা আপনার কন্ট্রোল থাকবে না এইটা তো ভাই মেনে নেওয়া জাই না
 
এক কথায় বলতে গেলে :
মেসেজ ক্যাম্পেইনে আপনি আজকের অর্ডার পাবেন,
 
কিন্তু পিক্সেল দিয়ে আপনি ভবিষ্যতের ১০টা অর্ডার নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ ।
 
শেষ কথা:
আপনার কাছে এখনো যদি ওয়েবসাইট না থাকে, আপনি যদি এখনো শুধু মেসেজ ক্যাম্পেইনে আটকে থাকেন — তাহলে আপনি শুধু অর্ডার না, ডাটা, সময়, আর ভবিষ্যতের গ্রোথ — সব হারাচ্ছেন।
 
এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন —
 
ওয়েবসাইটে যান, পিক্সেল বসান, আর ব্যবসার গতি বদলে দিন ইনশাআল্লাহ!

আমাদের সার্ভিস

ওয়েবসাইট

ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট

ফেসবুক অ্যাডস সেটআপ ও ম্যানেজমেন্ট

Facebook Campaign Setup

ফলাফল কী হবে?

আমরা আপনার ব্যবসাকে শুধু একবারের সেল না — বরং একটা গতি, সিস্টেম আর ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করে দিব ইনশাআল্লাহ।